কুমিল্লায় যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তৌহিদুলের পরিবার ও এলাকাবাসী ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে কুমিল্লায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তৌহিদুল ইসলাম (৪০)। এরপর দুপুর ১২টার দিকে অসুস্থবোধ করলে হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চিকিৎসক এবং স্বজনের মতে, তৌহিদুল ইসলামের শরীরে নির্যাতনের নানা চিহ্ন ছিল।
তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ইটাল্লা গ্রামের বাসিন্দা। তৌহিদুল চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন।
গত রোববার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুসংবাদ পেয়ে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার (৩১ জানুয়ারি) ছিল তার বাবার কুলখানি। তৌহিদুলের মা প্রায় ২০ বছর আগে মারা গেছেন। তৌহিদুলের স্ত্রী ও চার কন্যাসন্তান রয়েছে।
এদিকে কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুর রহমান মারা যাওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর বলছে, এ ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য করুন