বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগরে ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র একতা সংঘের আয়োজিত‘স্বপ্নের মুরাদনগর, তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কায়কোবাদ বলেন, আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটি আন্দোলন করতে হবে।
তিনি আরও বলেন, মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে।
সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কাজী শাহআরফিন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের, হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান।
মন্তব্য করুন