ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিবিয়ায় সাগরপাড়ে নিয়ে গুলি করে লাশ গুম করেছে দালালচক্র।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২) ও মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (২৩)।
এদিকে তাদের হত্যা করে দালালচক্র পরিবারের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন।
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, আমার ছেলে হৃদয় ও ওর বন্ধু আকাশকে স্থানীয় দালাল আনোয়ার মাতুব্বর ও তারা মাতুব্বর জিম্মা নিয়ে পাঠিয়েছে। তারা আমার ছেলেকে ‘গেম ঘরে’ আটকে রেখে আবার টাকা দাবি করে। পরে আমি আরও ৫০ হাজার টাকা দিয়েছি। তারপরও আমার ছেলেকে ওরা সাগরপাড়ে নিয়ে গুলি করে হত্যা করেছে। আমার ছেলে ফোনে বলে গেছে, তার কিছু হলে দালাল চক্র দায়ী। আমি এই দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি।
নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, কয়েকদিন ধরে আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আমার ভাইয়ের মরদেহের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।
এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, শুনেছি দুই যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় মেরে ফেলা হয়েছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন