সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৪৫), শফিকুলের স্ত্রী সুমনা খাতুন (৩৮) ও শফিকুলের বোন লাকী খাতুন (২৭)। আহতরা হলেন- শফিকুলের মা রঙ্গীলা, একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ভ্যানচালক নুর ইসলাম, রফিকুল ইসলামের মেয়ে জোবাইয়দা খাতুন ও জোবাইয়াদার মেয়ে রাইসা (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাসী শফিকুল ইসলাম প্রায় এক বছর আগে দেশে ফেরেন। ৮ মাস আগে সুমনা খাতুনকে বিয়ে করেন। শুক্রবার সন্ধ্যার দিকে পরিবারের সবাইকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে মামাশ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন শফিকুল। যাওয়ার পথে মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালকসহ সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেই তিনজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার বলেন, হাসপাতালে আনার পথে দুজন এবং হাসপাতালে অপরজন মারা গেছেন। আহতরা সবাই আশংকামুক্ত।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মুলিবাড়ী ওভারব্রিজ এলাকায় একটি অজ্ঞাতনামা বাস ৬ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সকল ভ্যানযাত্রী আহত হয়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন