চট্টগ্রামে কোতোয়ালি থানা এলাকায় আসাদগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর আসাদগঞ্জ ওমর আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে পুড়েছে রঙ, সুতা, আলকতরাসহ বিভিন্ন পণ্যের কয়েকটি গুদাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা রমিজ জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে পানির জন্য বেগ পেতে হয়েছে। আশপাশে কোনো পুকুর না থাকায় নদী থেকে পানি আনতে হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা নেই। আগুনে একটি স’মিল, সুতা, আলকাতরা, সিলভারের গুদাম আংশিক পুড়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক কালবেলাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৬টার দিকে লাগা এ আগুন সাড়ে ৭টার মধ্যে নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে ৯টা বেজেছে। অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের প্রাথমিক ধারণা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ৯টি ইউনিট কাজ করেছে।
মন্তব্য করুন