বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশের দেশে অবস্থান নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের হাতে নেতৃত্ব তুলে দেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলার পাথরঘাটা মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সহসভাপতি ডা. জাহিদুল কবীর হিরন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলমসহ অন্যরা।
মন্তব্য করুন