ফেনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া মামলায় শাহীন আলম নামে এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহীন আলম ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার খুরশিদ পাটোয়ারী বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে। ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলাটি করেন।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে র্যাব-৭ এবং র্যাব-৩ এর সদস্যরা যৌথ অভিযানে শাহীনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক শেখ মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
মন্তব্য করুন