কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১২:৪১ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ পাহারায় সাঈদীর কবর, জিয়ারতে বাধার অভিযোগ

সাঈদী ফাউন্ডেশন মাঠে মসজিদের পাশে দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর। ছবি : সংগৃহীত
সাঈদী ফাউন্ডেশন মাঠে মসজিদের পাশে দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর। ছবি : সংগৃহীত

সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর চার দিনেই স্বাভাবিক হয়নি পিরোজপুরের চিত্র। গত ১৫ আগস্ট তার দাফন সম্পন্ন হলেও এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে পিরোজপুর থানা পুলিশ। কড়া পাহারায় রাখা হয়েছে জামায়াত নেতা সাঈদীর কবর। অভিযোগ রয়েছে কবর জিয়ারতে বাঁধা দিচ্ছে নিরাপত্তায় থাকা পুলিশদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) কবর জিয়ারত করতে গিয়ে ফিরে আসা অনেক সাধারণ মানুষ এই অভিযোগ করেন।

এই বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় তাই সতর্কতার জন্য এক সঙ্গে অনেক মানুষকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হচ্ছে না।

চট্টগ্রাম থেকে আসা শফিক নামে একজন অভিযোগ করে বলেন, রাতে চট্টগ্রাম থেকে বাসে উঠেছি। সকালে ঢাকায় নেমে আবার বাসে করে পিরোজপুর আসি আমরা ছয় জন। ‘দুপুরে আল্লামা সাঈদী হুজুরের কবর জিয়ারত করতে গেলে আমাদের কবরস্থানের পাশে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ।’ নামাজ পরে কোন রকম মসজিদের ভিতর থেকেই হুজুরের জন্য দোয়া করে চলে আসি। আমাদের কাউকেই তার কবের আশেপাশে অবস্থান করতে দিচ্ছে না।

ঢাকা থাকে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক অভিযোগ করে বলেন, আমরা সকালে ঢাকা থেকে বের হয়ে এখানে এসে জোহরের নামাজ পরি। ছোট বেলা থেকে হুজুরের ওয়াজ শুনে আমরা বড় হয়েছি। আমরা কোন রাজনৈতিক দলের সাথে নেই। শুধু হুজুরকে ভালোবাসি বলেই তার কবর জিয়ারত করতে এসেছি। কিন্তু পুলিশ বাঁধা দেওয়ায় কবর জিয়ারত করতে পারিনি। আমাদের সাথে থাকা দুইজন অনেক কষ্টে মসজিদের ভিতর থেকে কবর জিয়ারত করে চলে এসেছে। মসজিদের ভিতরেও বেশিক্ষণ থাকতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।

তাদের মধ্যে থাকা আরেকজন যুবক বলেন, আমরা কবরের সামনে গেলে পুলিশ আমাদের বাঁধা দেয়। আমাদের দাঁড় করিয়ে ছবি তুলে। ছবি তোলার কারণ জানতে চাইলে দায়িত্বে থাকা পুলিশ গালিগালাজ করে আমাদের সঈদী ফাউন্ডেশনের এলাকা থেকে বের করে দেয়।

স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে জানা যায়, দাফন সম্পন্ন হওয়ার পর থেকেই পুলিশ পাহারায় রয়েছে সাঈদীর কবর। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্নস্থান থেকে সাধারণ মানুষজন কবর জিয়ারতে আসছে। অনেকে মসজিদের ভিতর থেকে করতে পারলেও অনেকেই জিয়ারত না করে দূর থেকে কবর দেখেই চলে যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন (দলটির পূর্ণাঙ্গ সদস্য) হন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। সাঈদী ২০০৯ সাল থেকে জামায়াতের নায়েবে আমিরের পদে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ঝড়ের আভাস

৫ অক্টোবর : নামাজের সময়সূচি

আজও কি দিনভর সারাদেশে বৃষ্টি হতে পারে?

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

বিদ্যালয়ে কোনোরকম উচ্ছৃঙ্খলতা ছিল না

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

ইদানীং শিক্ষকদের এক ধরনের হেয় করার প্রবণতা তৈরি হয়েছে

মানুষ হয়ে ওঠার শিক্ষা খুব জরুরি

কক্সবাজার সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে বন্ধন সেটি ছিন্ন হয়ে গেছে

১০

হত্যা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর মিলন গ্রেপ্তার

১১

শিক্ষকদের শিক্ষাবাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে

১২

হুইলচেয়ারে বসেই আলো ছড়াচ্ছেন ফয়সাল

১৩

হেঁটে এক টাকায় জ্ঞান বিলিয়ে যাচ্ছেন লুৎফর রহমান

১৪

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন

১৫

ময়মনসিংহে মায়ের হাতে মেয়ে খুন

১৬

কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু

১৭

টিসিবির পণ্যসহ আটক বিএনপির সেই সভাপতিকে অব্যাহতি

১৮

বাংলা ভাষাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দিল ভারত

১৯

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০
X