ঝালকাঠির নলছিটিতে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম আউয়াল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম আউয়াল (৪০) ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা এলাকার মৃত এলাল উদ্দিন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ বলেন, ২০২৩ সালের পটুয়াখালীর একটি চেক ডিজঅনারের মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দুই লাখ চুরাশি হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন