মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিএনপির আলটিমেটাম

জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার-বিচার দাবিতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার-বিচার দাবিতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা দক্ষিণ বিএনপি। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগের নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে যোগ দেন জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে ময়মনসিংহের শিক্ষার্থী সাগর হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে জনপ্রশাসন ও রেঞ্জ ডিআইজির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণার দাবি জানান নেতারা।

বক্তারা বলেন, গত ১৫ বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছিল। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছিল। নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে দেশের শত শত নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের টাকায় কেনা বুলেট আমাদের সন্তানদের বুকে চালানো হয়েছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই।

বক্তারা আরও বলেন, ময়মনসিংহ জেলার ভিতরে যত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর আছে, আগামী পনেরো দিনের মধ্যে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। অতীতের কথা মনে রাখতে হবে, আমাদের না পেয়ে অন্যায় অত্যাচার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের গ্রেপ্তার না করে বাসা-বাড়ি থেকে মালামাল ক্রোক করে নিয়ে গেছে। আমাদের পরিবারের ওপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে; কিন্তু আজকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা আত্মগোপনে রয়েছে। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে।

শত শত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি; কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে। যার হুকুমে অকালে এত প্রাণ ঝরে গেল সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, জয়নাল আবদীনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় আসলে জনগণ স্বাধীনতা ভোগ করবে : নয়ন 

স্লোগানে সমাবেশ মাতালেন যুবদল নেতা নয়ন

‘ঢাবি শিক্ষকরা ৭ কলেজকে হাতছাড়া করতে রাজি হননি’

আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ইমরানকে দেখতে হাসপাতালে তারিক

সরকার আন্তরিক হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব : বুলবুল

মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজল আনসারীর যোগদান

রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে রাকিব-রাদিত

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন : মান্না

অর্থের অভাবে শিমার মেডিকেলে ভর্তি নিয়ে শঙ্কা

১০

দেশ গড়ার কাজে ব্যস্ত না হয়ে সংঘর্ষে জড়ানো কাম্য নয় : রিজওয়ানা

১১

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী ইইউ

১২

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে : জুয়েল

১৩

ভয়ংকর ড্রোন বানাল ইরান, ঘুম হারাম ইসরায়েলের

১৪

রাঙ্গুনিয়ার জুট মিল বন্ধ / পরিবার নিয়ে বিপাকে ৮০০ শ্রমিক-কর্মচারী

১৫

নসরুল হামিদের ছেলের কোটি টাকার ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ১৭ হিসাব

১৬

দ্বিতীয় প্রান্তিক শেষে ৩০৪ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন

১৭

‘ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি’

১৮

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, যা আলোচনা হলো

১৯

পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ উম্মুক্ত করার দাবি

২০
X