বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দিনের ভোট আর রাতে হবে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজাদ বলেন, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আন্দোলন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, দেশের মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, যাকে খুশি তাকে ভোট দিবে। এ জন্য বিএনপির এই আন্দোলন।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু তার দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এমন অবস্থায় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই মিলে-মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয়। তৃণমূলই বিএনপির মূল শক্তি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেটা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে, দেশে গণতন্ত্র থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে ভাবেন।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
মন্তব্য করুন