ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আল আমিন ফকির ডালিম নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আল আমিন ফকির ডালিম একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, ডালিমের বিরুদ্ধে উপজেলায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর ডালিমকে নবীনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন