নেত্রকোনার বারহাট্টায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৬ জানুয়ারি) নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশে জামিনে ছিলেন এ আসামিরা।
আসামি পক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে প্রেরণের আদেশপ্রাপ্তদের মধ্যে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, সাহতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আংগুর, বাউসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়াসহ অন্যরা রয়েছেন।
জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে স্থানীয় গোপালপুর এলাকার বারহাট্টা-বাউসী সড়কের পাশে মঞ্চ তৈরি করা হয়। ওই মঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বিএনপির ডাকা সম্মেলন পণ্ড হয়ে যায়। এই অভিযোগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়।
আসামি পক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। রোববার সকালের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মন্তব্য করুন