ফরিদপুর শহরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে ১৩ মাস বয়সী এক শিশুর পেট থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে রিংসহ দুটি চাবি সফলভাবে অপসারণ করেন ডা. নিমাই দাস ও তার দল।
রোববার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালটির চিকিৎসক নিমাই দাস কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি বের করা হয়।
ডা. নিমাই দাস বলেন, পরিবারের সদস্যরা শিশুটির কান্না থামাতে তার হাতে রিংসহ চাবি তুলে দেয়। এ সময় অসাবধানতাবশত রিংসহ চাবিটি গিলে ফেলে শিশুটি। পরে হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। গত ২২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি বের করা হয়। এন্ডোস্কোপি (কোলোনোস্কপি) মেশিনের মাধ্যমে পাকস্থলীতে আটকে থাকা রিংসহ চাবিটি সফলতার সঙ্গে বের করা হয়।
তিনি আরও বলেন, এ সফল অপারেশন হ্যাপি হসপিটালের গ্যাস্ট্রো লিভার টিমের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ।
এ সফল প্রচেষ্টা শুধু চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন নয়, বরং রোগীদের সুরক্ষা ও যত্নে হ্যাপি হসপিটালের অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ বলে জানান পাকস্থলী থেকে চাবি বের হওয়া শিশুটির পরিবার।
মন্তব্য করুন