জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বানসহ বেশ কয়েকটি দাবি জানিয়ে গণতন্ত্র অভিযাত্রা ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা আয়োজিত অভিযাত্রা ও লিফলেট বিতরণ শেষে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতনের নেতৃত্বে গণতন্ত্র অভিযাত্রা বুড়িচং উপজেলার ভরাসার বাজার হতে শুরু করে বুড়িচং সদর, ব্রাহ্মণপাড়া সদর, চান্দলা বাজার ও সর্বশেষ শিদলাই বাজারে গিয়ে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়।
গণতন্ত্র অভিযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার সময় জনসাধারণের মাঝে কমিউনিস্ট পার্টির বিভিন্ন দাবি তুলে ধরা লিফলেট বিতরণ করা হয়। এসময় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু করা, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মন্তব্য করুন