যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়।
যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহানা আজাদ।
তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার ও সাংগঠনিক সম্পাদক রুবেল হাসনাত পাশা। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা মহিলা দলনেত্রী রুবিয়া খাতুন, শাহানারা খাতুনসহ আরও অনেকে।
মন্তব্য করুন