টাঙ্গাইলের কালিহাতিতে হারল্যানের স্টোর উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। এ খবরে তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষার প্রহর গুনছিলেন। তার এ আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা। পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন তারা।
পরে স্থানীয়দের চাপের মুখে পড়ে হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গার টিন মার্কেটে শোরুমটি উদ্বোধনের কথা ছিল।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে হারল্যান স্টোরের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। পরে স্থানীয়রা কয়েক দফায় বৈঠক করে অনুষ্ঠানে পরীমণির আগমন ঠেকানোর সিদ্ধান্ত নেন।
একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।
কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, স্থানীয়রা প্রতিবাদ করায় কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে।
মন্তব্য করুন