ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন খাঁন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মতামত সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরকে বহিষ্কার করা হয়।
মন্তব্য করুন