বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, আপনারা জানেন আরাফাত রহমান কোকো ১/১১ সরকারের সময় অত্যাচারিত হয়েছে। এরপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অত্যাচারে অত্যাচারিত হতে হতে তিনি আজকের এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান।
তিনি বলেন, অত্যাচার সহ্য করে বিএনপি যে ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলন করেছিল বৈষম্যবিরোধী আন্দোলন সেই আন্দোলনের পার্ট। আর ১৭ বছরের আন্দোলনের রূপকার ছিলেন তারেক রহমান। সুতরাং স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের রূপকারও তারেক রহমান।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজাদ বলেন, আমরা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করব। একইসঙ্গে ১৭ বছর অত্যাচারিত হয়ে যে সব নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সঞ্চালনায় জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, আড়াইহাজার যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া, ঈসমাইল খান, কাজী আহাদ, আবু মোহাম্মদ মাসুদ, আসাদুজ্জামান আসাদ, সাগর সিদ্দিকী ও কাউসার আহমেদসহ যুবদলের নেতারা।
বক্তব্য শেষে মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন