প্রায় এক বছর পর উৎপাদনে ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। আবারও শুরু হয়েছে ইউরিয়া উৎপাদন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত থেকে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে গেল বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর উৎপাদনে ফিরল কারখানাটি।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর আশুগঞ্জ ইউরিয়া সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে প্রতিদিন কারখানার স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে ৪০ বার প্রেশারে গ্যাসের প্রয়োজন হয়। এখন ৩৫ বার করে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে। গ্যাসের প্রেশার কম থাকায় কারখানার বিভিন্ন যন্ত্রাংশের দুর্বলতা নিয়েই উৎপাদন কাজ চালিয়ে যেতে হচ্ছে।
মন্তব্য করুন