চট্টগ্রামে জুমার নামাজ থেকে ফেরার সময় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন আহত হন।
নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি শুঁটকির ব্যবসা করতেন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আব্বাস নামের আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি।
মন্তব্য করুন