তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে যশোর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে ‘ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা’ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হকের (পিপিএম) সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ। সভায় রেঞ্জ ডিআইজি গত ডিসেম্বর-২০২৪ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এ সময় মো. রেজাউল হক সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সব পুলিশ সুপারকে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন