তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রিতে

পঞ্চগড়ের শীতের সকাল। ছবি : কালবেলা
পঞ্চগড়ের শীতের সকাল। ছবি : কালবেলা

পঞ্চগড়ে গত কয়েকদিন পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীতে জবুথবু পঞ্চগড়ের জনজীবন। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে ১১-১২ কিলোমিটার বেগে। গত কয়েকদিন ধরে এ জেলার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। এতে বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় তেতুলিয়ায় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। তীব্র শীত আর কনকনে ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে এ জনপদের মানুষ। দিনের বেলায় সহসা সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে ভোগান্তি বেড়েছে জনজীবনে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সে সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা মানুষের। কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

জেলার বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

অপরদিকে, শীতের তীব্রতায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এর আগে সকাল ৬ টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আকাশের উপরিভাগে ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সামনে দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু বিক্রির টাকা শেষ, আহত আরমানের চিকিৎসা বন্ধ!

কোকোর প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা বিএনপি পরিবারের 

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

বিভেদ করলে দেশে গণতন্ত্র ফিরবে না: মির্জা আব্বাস 

নায়লার বহিষ্কারে ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে

মেডিকেলে চান্স পেয়েছে মেয়ে, দুশ্চিন্তা কাটছে না দিনমজুর বাবার

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে

বর্ষসেরা ইনিংসে মনোনয়ন পেল লিটনের সেই মহাকাব্যিক সেঞ্চুরি

১০

শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

১১

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক

১২

বিপিএলের প্লে-অফ: কারা এগিয়ে, কারা পিছিয়ে?

১৩

সাত কলেজের পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১৪

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠককে পেটাল ছাত্রলীগ

১৫

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

১৬

গাজীপুরে টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

১৭

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১৮

ইনজুরিতে পড়ে বিশ্বরেকর্ড গড়া হলো না জোকোভিচের

১৯

চিরকুটে বক্তাকে হুমকি / ‘কাফনের কাপড় রেডি, শেষ খাওয়া খেয়ে নে’

২০
X