বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৬৬ জনের নামে মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : কোলাজ
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : কোলাজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬৬ জনের নামে বগুড়ায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন কালবেলাকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২২) রাতে বগুড়া সদর থানায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। রফিকুল ইসলাম গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার টুল্লু ফকিরের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলছিল। ওইদিন দুপুর ১২টার দিকে শহরের কাঁঠালতলা এলাকায় আন্দোলন চলাকালে শেখ হাসিনাসহ ৫ নম্বর পর্যন্ত এবং ২৭-২৯ নম্বর আসামিদের হুকুম ও নির্দেশে ৬-৭ নং আসামির নেতৃত্বে বাকি আসামিরা আন্দোলনের ওপর ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বাদীর ছেলের ডান পাশের কোমরে নিচের উরুতে গুলি লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বাদী তার ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলা দায়ের করতে বিলম্ব করেছে বলেও উল্লেখ করেন।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, মাহফুজুল ইসলাম রাজ, শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছোহরাব হোসেন ছান্নু, আনোয়ার হোসেন রানা, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান স্থানীয় সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাবেক মেয়র তৌহিদুর রহমান মানিক, চেয়ারম্যান আবু জাফর, সুইপার সোহেল, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, নাছিমুল বারী নাছিম, জুলকার নাইন, ফিরোজ আহমেদ রিজু, বিউটি বেগম, আমিনুল ইসলাম দুদু, রেজ্জাকুল ইসলাম রিজু, হোসাইন শরিফ সঞ্চয়, এস এম রুপম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, বেলাল গোসেন , আব্দুল গফুর হাজী, ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা প্রমুখ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, মামলার তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুটে বক্তাকে হুমকি / ‘কাফনের কাপড় রেডি, শেষ খাওয়া খেয়ে নে’

কুয়াশা কাটায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ৬ ফেরি চালু

যুক্তরাষ্ট্রে তড়িঘড়ি সিজার করাতে চাইছেন ভারতীয়রা

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, রয়েছে হোম অফিসের সুযোগ

শেখ মুজিব মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে: হাসান জারিফ

তালা ভেঙে স্কুলের নথি চুরি, ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত ছাত্রদের: ফখরুল

সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

একমাত্র ছেলের হাতে খুন বাবা, স্বীকারোক্তিকে যা উঠে এলো

কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপাকে নিম্নআয়ের মানুষ

১০

ট্রাম্পের প্রকল্প নিয়ে মাস্ক-অল্টম্যানের দ্বন্দ্ব

১১

মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রিতে

১২

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ

১৩

ছাত্রদল নেতার চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল

১৪

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ

১৫

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৬

দেয়ালে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিখে বিপদে ছাত্রলীগ কর্মী

১৭

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

১৮

ফুডপান্ডায় চাকরির সুযোগ

১৯

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

২০
X