বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, গত ১৫ বছরে কৃষির বারোটা বাজিয়েছে স্বৈরাচার হাসিনার সরকার। অথচ এই কৃষিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর লাভবান পেশা হিসেবে গড়ে তুলেছিলন। তিনি কৃষিকে প্রাধান্য দিতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের সন্মান করতেন, তাদের ভালোবাসতেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট বাজারে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুল বলেন, এ দেশ কৃষকের। এ দেশ কৃষকের দ্বারায় পরিচালিত হয়ে থাকে এবং আগামীতেও পরিচালিত হবে।
তিনি বলেন, জিয়া পরিবারের হাত যদি আমার মাথায় থাকে আর আপনাদের ভালোবাসা যদি আমার প্রতি থাকে তাহলে আমি ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসব। আর আমি যদি কখনো এলাকার ক্ষমতা পাই, তাহলে কোনো কৃষকের শস্য বিক্রি করতে খাজনা দিতে হবে না। গোডাউনে কোনো শস্য দিতে ধরনা ধরতে হবে না।
বাবুল বলেন, কাউকে যদি দেখি সংখ্যালঘুদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, দখল বাণিজ্য ও দুর্নীতি করছে তাহলে তাকে ছেড়ে কথা বলব না।
কৃষক সমাবেশে রাইগাঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহসভাপতি সানোয়ার হোসেন মানিক, থানা কৃষকদলের ছাত্রবিষয়ক সম্পাদক রুবেল হোসেন, রাইগাঁ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ প্রমুখ।
মন্তব্য করুন