বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আমিন উল্লাহ বেপারিকে আহ্বায়ক ও মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইমচর উপজেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল খালেক, কাজী ইসহাক খোকন, মো. মিজানুর রহমান শেখ, মো. হারুনুর রশিদ গাজী, খোরশেদ আলম কোতওয়াল, মো. বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার মো. আবু তাহের। সম্মানিত সদস্য একেএম মজিবুল্লাহ, মো. আ. কুদ্দুস মেহনতী, নাসিরউদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন মাস্টার, সালাহ উদ্দিন হাওলাদার, মো. কামাল হোসেন বাচ্চু, মো. ওবায়েদ উল্লাহ, মো. খোরশেদ আলম চৌকিদার, মো. মনির শিকদার, মো. নজরুল হক মাস্টার, আবুল বাশার মাঝি, নজির আহম্মেদ দেওয়ান, মো. জানাল ফাজাল, মো. মাহবুব আলম জিতু, রুহুল আমিন মিজি, খলিলুর রহমান মাস্টার, মো. আক্তার হোসেন হাওলাদার, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মাঝি, মো. দিদারুল ইসলাম জমাদার, মো. বোরহান উদ্দিন জোটন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি ইউনিয়ন/ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক আগামী ১০ মার্চের মধ্যে উপজেলা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
মন্তব্য করুন