দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। সেই সঙ্গে ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলো পড়েছে বিপাকে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে জেলার তাড়াশ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে সূর্যের দেখা মেলেনি। উত্তরীয় হিম বাতাস বয়ে চলার কারণে শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার কারণে দিনেও সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। এতে শ্রমজীবী মানুষগুলো বিপাকে পড়েছে। স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না তারা। ফলে আয় কমেছে শ্রমজীবীদের। তাপমাত্রার এমন তারতম্যের কারণে হাসপাতালগুলো আবারো বাড়ছে রোগীর সংখ্যা। অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। সবচেয়ে বেশি আক্রান্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায়।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল কালবেলাকে বলেন, আজকের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাঘাবাড়িতে।
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, তাড়াশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ রয়েছে। মেঘ ভেঙে ঘন কুয়াশা সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে উত্তরীয় শীতল বাতাস বইছে। এ কারণে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। আগামীকালও এমন অবস্থা থাকতে পারে।
মন্তব্য করুন