আল্লাহ যেভাবে আমাকে রক্ষা করেছেন, এর বিনিময়ে যদি নিজেকে কোরবানি করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিই তবুও শুকরিয়া আদায় শেষ হবে না বলে মন্তব্য করে অঝোরে কাঁদলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার সদরে জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসায় খতমে বোখারী ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আমজাদ হোসাইন সাহেবের সভাপতিত্বে খতমে বুখারির আখেরি দরস ও বিশেষ মোনাজাত করেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাইখুল হাদিস আল্লামা শাইখ সাজিদুর রহমান। এ ছাড়াও বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদ ও নাযেমে দারুল ইকামা আল্লামা মুনীরুদ্দীন উসমানী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী। এ সময় মাদ্রাসার সব শিক্ষক, হফেজ, মাওলানাসহ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আওয়ামী নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ তের বছরের নির্বাসিত জীবন পার করে গত বছরের ২৮ ডিসেম্বর সৌদি আরব থেকে দেশে আসেন সাবেক এমপি কায়কোবাদ।
মন্তব্য করুন