প্রকৃতি পৃথিবীকে সুন্দর করে রেখেছে, আর প্রকৃতিকে সুন্দর করে রেখেছে ফুল। এমনই এক ফুল বন মটমটিয়া। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিকে সুশোভিত করেছে এ ফুল। এতে যেন তীব্র শীতেও প্রকৃতি নতুনরূপে সেজে উঠেছে। ফুলপ্রেমীসহ নানা বয়সী মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে এ ফুলের নয়নাভিরাম সৌন্দর্য।
সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-বাগরা ও কুমিল্লা-মিরপুর সড়কের দুই পাশে, উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের পাশে, পুকুর খাল ও নদীর পাড়ে সৌন্দর্য তুলে ধরে ফুটে আছে নয়নাভিরাম বন মটমটিয়া ফুল। এসব ফুলের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন নানা বয়সি মানুষ। তীব্র শীত উপেক্ষা করে বন মটমটিয়া ফুল যেন সৌন্দর্যপ্রেমীদের হাতছানি দিচ্ছে। আসা-যাওয়ার পথে বন মটমটিয়া ফুলের সৌন্দর্যে আটকে যাচ্ছে পথিকের চোখ। এসব ফুলের নয়ন জুড়ানো সৌন্দর্য প্রকৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
বন মটমটিয়া একটি আগ্রাসী আগাছা জাতীয় উদ্ভিদ। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গুল্মজাতীয় সূর্যমুখী পরিবারের উদ্ভিদ। এটি উত্তর আমেরিকা, ফ্লোরিডা, টেক্সাস, মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের স্থানীয় একটি উদ্ভিদ। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও এ উদ্ভিদ বিস্তার লাভ করেছে। এটি ঔষধি গুণেও সমৃদ্ধ। বন মটমটিয়া ফুল নীলাভ-সাদা। এর ফুল থোকা থোকা ফোটে।
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, এ ফুলের নাম আগে জানিনি। আজকে জানতে পেরেছি এর নাম বন মটমটিয়া। ফুলগুলো ছোটো হলেও সহসায় এ ফুলে চোখ আটকে যায়। চলার পথে এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হই আমরা।
আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস বলেন, প্রকৃতি হচ্ছে পৃথিবীর সম্পদ। প্রকৃতির হেরফের ঘটলে পৃথিবীর ভারসাম্যের হেরফের ঘটে। তাই আমাদেরকে প্রকৃতির দিকে নজর দিতে হবে। প্রকৃতি সত্যিই সুন্দর। আর ফুল হচ্ছে প্রকৃতির শোভা। ফুল মানুষের মনের দুঃখ ঘোচাতেও ভূমিকা রাখে। বন মটমটিয়া ফুল এ সময়টাতে সড়কের পাশে ও প্রকৃতির বিভিন্ন জায়গায় পসরা সাজিয়ে ফুটে আছে। এ ফুলের সৌন্দর্যে প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।
মন্তব্য করুন