কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলবাসী

কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: কালবেলা
কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: কালবেলা

পৌষের শুরু থেকেই এবার জেঁকে বসেছিল তীব্র শীত। এর মধ্যে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহও বয়ে গেছে। দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছিল। পৌষের পর এসেছে মাঘ। প্রথম কয়েকদিন শীতের দাপট কম ছিল। তবে এখন তা বাড়তে শুরু করেছে।

দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও হিমশীতল বাতাস রয়েছে। ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষ। রংপুরের কয়েকটি জেলায় তীব্র শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে বুধবার এ জেলায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

সরেজমিনে দেখা গেছে, হালকা কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন।

অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজারগুলো। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান, কাজে যাচ্ছেন না অনেকেই। ভোরে হালকা কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুরের আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন কালবেলাকে বলেন, গত কয়েকদিন ধরে জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে সেই সাথে হিমেল বাতাস। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

এদিকে বুধবার রংপুরে ১৩, নীলফামারীর সৈয়দপুরে ১২, ডিমলায় ১২ দশমিক ৬, কুড়িগ্রামের রাজারহাট ১২ দশমিক ৩, দিনাজপুরে ১২ দশমিক ৮, লালমনিরহাট ১২ দশমিক ৫ এবং গাইবান্ধায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দু’দিন ধরে এসব এলাকায় সূর্যের দেখা তেমন একটা মেলেনি। ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ধীরগতিতে চলেছে দূরপাল্লার পরিবহনগুলো।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার এ জেলায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে, সে সঙ্গে হিমেল বাতাস। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যা মঙ্গলবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আকাশের উপরিভাগে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ কারণে ঘন কুয়াশায় শীত বেশি অনুভূত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোল করে রোনালদোর রেকর্ড ভাঙার পথে ভিনিসিয়ুস

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার সিটির টিকে থাকার শেষ যুদ্ধ  

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, ১৩ শিক্ষার্থীকে শোকজ

১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য

মাঘের শীতে কাঁপছে কুড়িগ্রাম, দেখা নেই সূর্যের

মেঘনা পেট্রোলিয়ামে বড় নিয়োগ 

মায়ের যুদ্ধে মাসুমার স্বপ্নপূরণ, তবু জাগে শঙ্কা

ব্যর্থ হতে পারে ইসরায়েল-গাজা চুক্তি

ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী

১০

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১১

দীর্ঘ ৯ মাস পর ঘরে ফিরলেন ১০ বম পরিবার

১২

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

১৩

মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলবাসী

১৪

রেকো ডিক প্রকল্প: সৌদি আরবের কেন এত আগ্রহ

১৫

বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

১৬

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

১৭

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

১৮

কনকনে শীতে বিপর্যস্ত দিনাজপুরের মানুষ

১৯

বাশার আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের

২০
X