হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাজী দিপু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজী দিপু কালনী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির কালবেলাকে বলেন, কালনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাস্তু মিয়া মেম্বারের সঙ্গে একই গ্রামের ফরিদ মিয়ার বিরোধ রয়েছে। সকালে দুপক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্র উদ্ধার করে মীমাংসা করে দিয়ে আসে। ঘটনাস্থল থেকে পুলিশ আসার পর বিকেলে আবার দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১১ জন আহত হয়। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কাজী দিপু মারা যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন