বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মশিউর রহমান রানা ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০০৮ সালে মশিউর রহমান রানার নেতৃত্বে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বিগত ১৬ বছর তার নেতৃত্বে একটি বাহিনী এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার পাশাপাশি টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম সংঘটিত করে আসলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেনি।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী কালবেলাকে বলেন, মশিউর রহমান রানার বিরুদ্ধে সোনাতলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
মন্তব্য করুন