গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আংটি পরিয়ে শহীদ রাকিবের নবজাতক কন্যাকে বিএনপির শুভেচ্ছা

শহীদ রাকিবের নবজাতক কন্যাকে দেখতে যান যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ছবি : কালবেলা
শহীদ রাকিবের নবজাতক কন্যাকে দেখতে যান যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোনার আংটি উপহার দিয়ে শহীদ কন্যা সাবরিনাকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের হাতেও তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে গৌরীপুরের পুনাইল গ্রামে শহীদ রাকিবের শ্বশুর বাড়িতে গিয়ে এ উপহার সামগ্রী পৌঁছে দেন ।

এর আগে তারা ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজার ও পুনাইল গ্রামে মিষ্টি বিতরণ করেন।

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাবার নামের সঙ্গে মিল রেখে নতুন অতিথির নাম রাখা হয়েছে সাবরিনা বিনতে সিদ্দিকী।

গত ১৮ জানুয়ারি রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার পর সাদিয়া তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি ঈশ্বরগঞ্জের পুনাইল গ্রামে অবস্থান করছেন।

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, গত বছরের ২০ জুলাই কলতাপাড়া বাজারে কারফিউ ভঙ্গ করে আমরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। রাকিব তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে আমাদের সঙ্গে কলতাপাড়া বাজারে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ১৮ জানুয়ারি রাকিবের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মিষ্টি বিতরণের পাশাপাশি আমরা আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে সোনার আংটি দিয়ে শহীদ রাকিবের কন্যাকে বরণ করেছি।

শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, আজকে পাপ্পু ভাই সোনার আংটিসহ নানা উপহার নিয়ে মেয়েকে দেখতে এসেছেন এতে আমি আনন্দিত। কিন্তু স্বামীর অবর্তমানে এই মেয়েকে কীভাবে লালনপালন করে বড় করবো সেটাই দুশ্চিন্তার বিষয়। আমি আমার স্বামীর হত্যার বিচার ও মেয়ের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সবার কাছে দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান কালবেলাকে বলেন, আমরা উপহার নিয়ে শহীদ রাকিবের স্ত্রী ও সন্তানকে দেখে এসেছি। আমরা তাদের সার্বিক খোঁজ-খবর রাখছি। শহীদ রাকিবের স্ত্রী ও সন্তান যেন সরকারের পক্ষ থেকে সব সুযোগ-সুবিধা পায়, আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব।

প্রসঙ্গত, নূরে আলম সিদ্দিকী রাকিব ময়মনসিংহের গৌরীপুরের রামগেপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। গত বছরের ১২ জানুয়ারি রাকিব বিয়ে করেন ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারকে। গত ২০ জুলাই অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে থাকবে পাকিস্তানের নাম

বিদিশার বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ

হাসপাতালের উচ্চমূল্যে টেন্ডার পেতে চক্রান্ত, ছড়ানো হচ্ছে অপতথ্য

ভাতের হোটেলে কাজ করতেন মেডিকেলে চান্স পাওয়া আল আমিন

কম সুদর্শন স্বামীদের সঙ্গেই নারীরা বেশি সুখী, বলছে গবেষণা

একযোগে ১২ ডেপুটি জেলারকে বদলি

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন জবির মোস্তাফিজ 

প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিভুক্তি : শিক্ষা উপদেষ্টা

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত এরদোয়ানের, নথি প্রকাশ্যে

১০

কর কমিশনারের শ্যালক-শালিকা, খালা শাশুড়ি-মামা শ্বশুরও কোটিপতি

১১

জামায়াত-ইসলামী আন্দোলনের ‘ঐক্য’ নিয়ে নজরুল বললেন, ‘আলহামদুলিল্লাহ’

১২

টিকফা থেকে লাভবান হতে চায় বাংলাদেশ : বাণিজ্য উপদেষ্টা

১৩

‘দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আ.লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য’

১৪

দুই বিশ্ববিদ্যালয়ে করেন শিক্ষকতা, আন্দোলনের মুখে একটি থেকে পদত্যাগ

১৫

প্রস্তাবিত সাইবার অধ্যাদেশ / গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে সাইবার হামলা ছাড়া বিনা পরোয়ানায় তল্লাশি নয়

১৬

ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা কি দিয়েছে ছাত্রলীগ

১৭

মালয়েশিয়ায় জুনিয়র টাইগারদের সংবর্ধনা

১৮

ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর

২০
X