চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়াসহ বৈঠকে ৪টি বিষয়ে বৈঠকে একমত হয়েছেন দুদেশের কর্মকর্তারা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন, সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছেন। এতে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া, সীমান্তের যে কোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমন্বিতভাবে সমাধান করা, সীমান্ত ইস্যুতে যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজবরোধে পদক্ষেপ নেওয়া, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে সীমান্তের জনসাধারণকে বিরত রাখার বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ।
বৈঠকে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফের অধিনায়ক সুরুজ সিংসহ অন্যরা।
মন্তব্য করুন