ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার যাদুরানী বাজারে মোটরসাইকেল চুরি করতে গেলে ওই যুবককে আটক করে গণপিটুনিতে দেয় স্থানীয়রা। হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত যুবক রুবেল রাণীশংকৈল উপজেলার গোগর পাটুয়াপাড়া খলিল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেকের মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয়রা ধাওয়া করে রুবেল নামে ওই যুবককে আটক করে। পরে বাজারে গরুহাটি বটগাছ তলায় তাকে আটক করে রাখে। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে আটক যুবক নিহত হন।
হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া কালবেলাকে বলেন, নিহত যুবক মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক হয়। পরে গণপিটুনিতে নিহত হয়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন