নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বিরুদ্ধে গরিবের চাল বিক্রির অভিযোগ

বস্তাভর্তি চালসহ গাড়িটি আটক করেন স্থানীয়রা । ছবি : কালবেলা
বস্তাভর্তি চালসহ গাড়িটি আটক করেন স্থানীয়রা । ছবি : কালবেলা

নোয়াখালী সদর উপজেলায় ওএমএসের চাল গরিবদের মাঝে বিক্রি না করে অধিক লাভে খোলা বাজারে বিক্রির অভিযোগ ডিলার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বপন মজুমদারের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মাইজদী বাজারে ভ্যানগাড়ি যোগে ৫ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালকসহ বস্তাভর্তি গাড়িটি আটক করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাইজদী বাজারের ওএমএস ডিলার স্বপন মজুমদার হতদরিদ্র গরিবদের মাঝে চাল বিক্রি না করে অধিক লাভে স্থানীয় সোহাগের কাছে ৫ বস্তা চাল বিক্রি করেন। সোহাগ ভ্যানগাড়ি যোগে সেই চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালকসহ বস্তাভর্তি গাড়িটি আটক করেন। এ সময় সোহাগ ও ভ্যানচালক জানান, স্বপন মজুমদার থেকে তারা চাল কিনেছেন। বস্তাপ্রতি ১৩০০ টাকা দামে কিনেছেন। এ সময় স্থানীয়রা সাংবাদিকদের খবর দেন। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নোয়াখালী খাদ্য অধিদপ্তরে খবর দেন। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মাসুদুর রহমান ও ইউসুফ আলী ঘটনাস্থলে এসে ডিলার স্বপন মজুমদারের উপস্থিতিতে আটক চাল ক্রেতা সোহাগ ও ভ্যানগাড়িচালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান।

এদিকে ডিলার স্বপন মজুমদার ও তার ভাই সঞ্জয় মজুমদার তাদের দোকানের সামনে চাল ক্রেতা সোহাগ ও ভ্যানচালকের উপর ক্ষিপ্ত হয়ে তাদের দিকে তেড়ে আসে। উপস্থিত জনতা বারণ করলে তখন তারা (ডিলার) আরও ক্ষিপ্ত হয়ে যান। এ সময় ঘটনাস্থলের আশপাশে বসবাসরত স্বপন মজুমদারের ভাড়াটে সন্ত্রাসীরা প্রতিবাদকারী সাধারণ জনগণের উপর হামলা করতে উদ্যত হয়। একই সময়ে সন্ত্রাসীরা বস্তাভর্তি ভ্যানগাড়িটি ঘটনাস্থল থেকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনা সাংবাদিকরা সুধারাম থানার ওসিকে অবহিত করলে সুধারাম থানার এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় শাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম খোকন অভিযোগ করেন, ডিলার স্বপন মজুমদার আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন থেকে এখানে গরিব ও হতদরিদ্রদের কাছে চাল ও আটা বিক্রি না করে খোলা বাজারে ও ব্যক্তি বিশেষের কাছে বেশি দামে বস্তা হিসেবে বিক্রি করে আসছেন। অভিযোগ রয়েছে, অফিসকে ম্যানেজ করে ও স্থানীয় কিছু সন্ত্রাসী ও বখাটেদের সুবিধা দিয়ে এ অপকর্ম চালিয়ে যাচ্ছেন স্বপন মজুমদার।

এ নিয়ে জানতে চেয়ে নোয়াখালী জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন চৌধুরীকে (কারিগরি) সঙ্গে নিয়ে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের স্বপ্ন ছিল সরকারি কর্মকর্তা হবে, বললেন শহীদ তামিমের বাবা

কর্মীদের মালয়েশিয়া পাঠাতে মার্চে প্রক্রিয়া শুরুর আশ্বাস

মোবাইল ব্যবহারকারীদের জন্য সুখবর

বিজিবি-বিএসএফ বৈঠক / সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ

‘দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’

হত্যা মামলায় আ.লীগ নেতা হাবিব গ্রেপ্তার

ক্ষমতায় আসতে না আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ

জয়পুরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি’

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক

১০

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১১

দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে বাংলাদেশে

১২

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন : ইসি মাছউদ

১৩

হাত দিয়ে স্কুলে যাওয়া সবুজ দাঁড়াতে চায় নিজের পায়ে

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ

১৫

উপস্থাপনায় তাহসান

১৬

যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর

১৭

আ.লীগ নেতা শাহীন চাকলাদারের চার বছরের কারাদণ্ড

১৮

দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে সহযোগিতা করছি : আমীর খসরু

১৯

জবিতে শিক্ষার্থীদের থিসিস বণ্টনে শর্ত, শিক্ষার্থীদের ক্ষোভ

২০
X