‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’ বিএনপি কার্যালয়ের সামনের সাটারে এমন লেখাই লিখে দিয়েছে দুর্বৃত্তরা। ঘুম থেকে উঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কার্যালয়ের সামনে এমন লেখা দেখার পর তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে লেখাটি মুছে দেয় স্থানীয় নেতাকর্মীরা। শুধু বিএনপির কার্যালয় নয়, পুরো বাজারে এ রকম বিভিন্ন লেখা লিখে দেয় দুর্বৃত্তরা।
বুধবার (২২ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনের লেখাটি মুছে দেওয়া হলেও কোথাও কোথাও কিছু লেখা এখনো আছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখে এ লেখাগুলো। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের দেওয়ালে রাতের আঁধারে লেখাটি লিখে যায় দুর্বৃত্তরা। এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ এবং বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ছত্রলীগ আবার ফিরবে’ এরকম বিভিন্ন লেখা লিখে রাখে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় বিএনপি নেতা দিলদার আহমদ দিদার বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা এই লেখা লিখে দিয়েছে। আমরা লেখা দেখেই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং লেখাগুলো মুছে দিয়েছি।’
চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ কালবেলাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।’
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে জেনে প্রাথমিক তদন্তের জন্য মোবাইল টিম পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন