সাভারের মধুমতি মডেল টাউনের প্লট মালিকরা উচ্ছেদ কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলে রাজউক ভবনের সামনে ব্যানার হাতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে মধুমতি মডেল টাউন প্রকল্প এলাকাকে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) আরবান রেসিডেনসিয়াল এরিয়া হিসেবে চিহ্নিত করতে রাজউক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
মধুমতি মডেল টাউন হাউজিং সোসাইটির প্লট মালিকরা জানান, ‘মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লি.’-এর মধুমতি মডেল টাউন হাউজিং প্রকল্পে আমরা সাড়ে তিন হাজার প্লট ক্রেতা ২০০১ সাল থেকে রেজিস্ট্রেশন, নামজারি, খাজনা পরিশোধ ও বাড়িঘর করে এখানে বসবাস করে আসছি। সব রেকর্ডপত্র- সিএস, এসএ ও আরএস পর্চাগুলোয় সুস্পষ্টভাবে জমিগুলো ব্যক্তিমালিকানাধীন ‘নাল জমি’ হিসেবে বর্ণিত আছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৪ সালে বন্যা প্রবাহ অঞ্চলে অবস্থিত দাবি করে প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন করে।
বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় গত ৬ জানুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারি যে, রাজউক মধুমতি মডেল টাউন হাউজিংয়ে বসবাসকারী আমাদের সাড়ে তিন হাজার প্লট মালিককে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় উচ্ছেদ অভিযান বন্ধ করে প্রকল্প এলাকাকে ডিটেইলড এরিয়া প্ল্যান (ডিএপি) আরবান রেসিডেনসিয়াল এরিয়া হিসেবে ঘোষণা করার অনুরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মধুমতি মডেল টাউন হাউজিং ঐক্য সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আজম খান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক সুজা উদ্দিন খান, সদস্য মাহবুব আলম ও উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অনেকে।
মন্তব্য করুন