বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
পিলখান হত্যাকাণ্ড

২৬ দিন চাকরির ১৬ বছর ঘানি টেনে অবশেষে মুক্তির হাওয়া

রবিউলের কারামুক্তির খবরে অপেক্ষায় স্বজনরা
রবিউলের কারামুক্তির খবরে অপেক্ষায় স্বজনরা। ছবি : কালবেলা

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১। গত রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রবিউল ইসলাম (৩৪)। দীর্ঘ প্রায় ১৬ বছর পর মুক্তির খবরে একনজর দেখার অপেক্ষায় তার স্বজনরা।

জানা গেছে, রবিউল ইসলাম উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। রবিউলের কারামুক্তির খবরে খুশি পরিবার-আত্মীয়-স্বজন এবং গ্রামের লোকজন। আগামী বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার কথা রয়েছে তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পাস করার পর চাকরি হয় রবিউল ইসলামের। প্রশিক্ষণ শেষ করে যোগ দেন পিলখানায় বিডিআর সদর দপ্তরে। ২৬ দিনের মাথায় ঘটে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা। ওই ঘটনার পর থেকে কারাগারে রয়েছেন রবিউল। প্রথমে একটি মামলায় ৭ বছর সাজাভোগ করেছেন রবিউল। সাজা খেটে বের হওয়ার কিছুদিন পরে আবার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে।

রবিউলের ভাই শাহাজাহান আলী বলেন, চাকরি পাওয়ার পর বাবা ও মা খুব খুশি হয়েছিলেন। কিন্তু এক মাস যেতে না যেতেই সব খুশি ম্লান হয়ে যায়। চাকরি করে উপার্জন করে রবিউল পরিবারে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু সেটার উল্টো হয়েছে। রবিউল কারাগারে থাকা অবস্থায় তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা খাওয়া খরচ দিতে হতো। কিছুদিন পর পর কাপড়-চোপড় কিনে দেওয়া, আদালতপাড়ায় অনেক খরচ করতে হয়েছে। তার পিছনে খরচ করতে করতে পুরো পরিবার প্রায় নিঃস্ব। আমার ভাইটির জীবনটাই জেলে কেটে গেল।

তিনি আরও বলেন, রবিউল ইসলামকে পুনরায় চাকরিতে পুনর্বহাল, একই সাথে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি- তার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করছি।

চাচা রেজাউল করিম জানান, ছেলের জন্য নানা দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন রবিউলের বাবা আব্দুর রহমান। ফিরবে ফিরবে বলে অপেক্ষায় থাকতে থাকতে গত অক্টোবর মাসে মারা গেছেন। রবিউলের মা সালেহা খাতুন এখনো অসুস্থ, বোনের বাড়িতে ঠাকুরগাঁও শহরে রেখে চিকিৎসা করাচ্ছেন। তার বাবা আজ যদি বেঁচে থাকতেন তাহলে বাড়ি ফেরার খবরে সবচেয়ে বেশি খুশি হতেন।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রবিউল আর ফিরবে না, এমনটা ধরে নিয়েছিল পুরো পরিবার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে সে বাড়িতে ফিরছে। ছোট সেই ছেলেটা এখন কত বড় হয়েছে, কেমন আছে। সেটা দেখার জন্য কবে ফিরবে, এমন খোঁজখবর নিতে তার বাড়িতে লোকজনের আসা-যাওয়ার শুরু হয়েছে।

রবিউলের দাদি জমেলা বেগম জানান, বিনা অপরাধে রবিউলকে ১৬ বছর জেলে থাকতে হইল। এতদিন এভাবে কারাগারে না থাকলে বিয়ে করলে নাতি-নাতনির সাথে সময় পার করত রবিউলের বাবা। ওর বাবার সেই ইচ্ছা পূরণ আর হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে হোটেলে আগুন / নিহত বেড়ে ৭৬, মালিকসহ গ্রেপ্তার ৯

জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে জাতীয় নাগরিক কমিটির চিঠি

প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়েছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

থানার পরিত্যক্ত জমি এখন বাহারি কৃষি বাগান

আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

সাকিবের পর এবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

যে গণতন্ত্রের জন্য স্বাধীনতা, তা পুনঃপ্রতিষ্ঠা করব : মঈন খান

হাবিপ্রবি টিএসসির শৌচাগার অকেজো, ছাত্রীরা বিপাকে 

১০

ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

১১

হুইলচেয়ারে রাশমিকা

১২

হাঁটুর অস্ত্রোপচারের পর দৌড়াতেও ভয় পেতেন শামি

১৩

আ.লীগ নেতার বিরুদ্ধে গরিবের চাল বিক্রির অভিযোগ

১৪

টেক্সটাইল ট্যালেন্ট হান্টের আয়োজনে ১০০ জন পেলেন ‘ইয়েস কার্ড’

১৫

বিএনপির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খেলাফত মজলিস

১৬

বিশ্বকাপের ‍সুপার সিক্সে জুনিয়র বাঘিনীরা

১৭

ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার

১৮

তাপমাত্রা বৃদ্ধি নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

১৯

চার দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

২০
X