বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি

মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে বিএনপির মাইকিং
মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে বিএনপির মাইকিং। ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে মাদক ব্যবসায়ী, চাঁদা ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের নির্দেশনায় পৌরশহরসহ উপজেলার ৭টি ইউনিয়নে এ মাইকিং করা হয়।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বরগুনার বেতাগী উপজেলায় মাদক ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিশ বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

মাইকিংয়ে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, বিএনপি বা বিএনপির কোনো নেতার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখল, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো ধরনের বেআইনি কার্যক্রমে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন অথবা তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করুন অথবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতাদের অবহিত করার জন্য অনুরোধ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।’

মাইকিংয়ের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কবার্তা জানিয়ে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এমনটাই দাবি তাদের।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক কালবেলাকে বলেন, জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।

বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

২২ বছর পর চুরির টাকা মালিককে ফেরত দিলেন

সেপটিক ট্যাংকে মিলল ছাত্রদল নেতার মরদেহ

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

কক্সবাজারে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

চুরির পর  / সাইকেল রাখার জন্য টোকেন সিস্টেম চালু করছে জবি প্রশাসন

সিদ্ধার্থের বিপরীতে তামান্না

এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই : জ্বালানি উপদেষ্টা

‘সড়ক দুর্ঘটনা গণহত্যার মতোই’ : বারভিডা 

দুর্ঘটনার কবলে ফারুক, সবার কাছে চাইলেন দোয়া

১০

পাকিস্তানের নিষেধাজ্ঞায় দিশাহারা ভারত

১১

দেশসেরা সিটি করপোরেশন চসিক

১২

মুশফিক ভাই একা নন, রান করার দায়িত্ব সবার: জাকের আলী

১৩

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

১৪

পানের বরজে ঝুলছিল নিখোঁজ যুবকের মরদেহ 

১৫

ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

১৬

‘দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো’

১৭

বনভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

১৮

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ৬

১৯

রেফারি বিতর্কে রিয়ালকে একহাত নিলেন বার্সা কোচ ফ্লিক

২০
X