৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর মামলা-মোকদ্দমা আর গ্রেপ্তারে বিপর্যস্ত হয়ে পড়েছে আওয়ামা লীগ। গত সাড়ে ৫ মাসের বেশি সময় ধরে নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ সময়ে খোলা হয়নি বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। কার্যালয়ের সামনে এখন ভ্রাম্যমাণ খাবার দোকানের স্থায়ী বাজার বসেছে।
এদিকে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী আত্মগোপনে। নিজ এলাকা ত্যাগ করে বিভিন্ন নিরাপদ স্থানে গা ঢাকা দিয়েছেন। কয়েকজন পাড়ি জমিয়েছে বিদেশে। অর্থাভাবে থাকা নেতাকর্মীরা দিনে নিজ এলাকার আশপাশে থাকলেও রাতে আশ্রয় নেন অজানা স্থানে। পালিয়ে থাকার কারণে পরিবারে দেখা দিয়েছে আর্থিক অনটন। তাছাড়া যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের বেশিরভাগই তৃণমূলের নেতাকর্মী। তাদের আইনি সহায়তা বা টাকা দিয়ে কোনো নেতা সাহায্যও করছেন না। বড় বড় নেতারা ধরাছোঁয়ার বাইরে। সে সব নেতা মোবাইল, ফেসবুক, হোয়াটস অ্যাপ বন্ধ করে রেখেছেন।
জুলাই-আগস্টজুড়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বগুড়া জেলায় ৬১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি ৪ হাজার ৮৮ জন। অজ্ঞাত আসামির সংখ্যা ১৪ হাজার ১১২ জন। আর এই সাড়ে ৫ মাসে পুলিশ গ্রেপ্তার করেছে তিন শতাধিক নেতাকর্মীকে। এর মধ্যে কয়েকটি মামলা পুরোনো ঘটনায় করা হয়েছে। আবার অসংখ্য অজ্ঞাত আসামি রাখায় বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। অভিযোগ রয়েছে, চার্জশিট থেকে অনেকে নাম বাদ দিতে আর্থিক লেনদেন করছেন।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে গিয়ে তারা কূল-কিনারা পাচ্ছেন না। বাদীও চেনেন না আসামিকে। অনেক ক্ষেত্রে সাক্ষীও জানেন না কখন ঘটনা, কেউবা অভিযুক্ত। একই সময়ে ভিন্ন জেলায় মামলা থাকায় জটিলতা দেখা দিয়েছে। গতি পাচ্ছে না তদন্ত। তবে এজাহারে যত অসংগতিই থাক, তদন্তে অভিযোগের সত্যতা পেলে শুধু তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ জেদান আল মুসা। তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগে কেউ গ্রেপ্তার কিংবা হয়রানির শিকার যাতে না হন, পুলিশকে সে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সূত্র জানায়, গত সাড়ে পাঁচ মাসে বগুড়ার বিভিন্ন থানায় ৬১টি মামলা দায়ের হয়েছে। এর বেশির ভাগই জুলাই-আগস্ট প্রেক্ষাপটে। সবচেয়ে বেশি ২৫ মামলা হয়েছে সদর থানায়। এছাড়াও শিবগঞ্জে ৯, সোনাতলায় ৬, দুপচাঁচিয়ায় ৩, সারিয়াকান্দিতে ২, নন্দীগ্রামে ৩, আদমদীতে ২, শাজাহানপুরে ২, শেরপুরে ৫, গাবতলীতে ১ এবং ধুনটে ৩টি মামলা হয়েছে। তবে কাহালু থানায় কোনো মামলা হয়নি। এর মধ্যে আগস্ট মাসে ৩০টি, সেপ্টেম্বর মাসে ২০, অক্টোবরে ৭, নভেম্বরে ৩ এবং ডিসেম্বর মাসে ১টি মামলা দায়ের হয়। মামলা দায়েরের দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো মামলা চার্জশিট দেয়া হয়নি।
এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনার পুত্র রেদোয়ান মজিব সিদ্দিকী ববি, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও তৃণমূলের হাজারো নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, তার স্ত্রী জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম লিপি, জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর আলম মাস্টার। এছাড়াও গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন আরও চার আওয়ামী লীগ নেতা। তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদৎ আলম ওরফে ঝুনু (৫৭), শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ (৬৭)। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে রতন (৫৮) ও গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল মতিন ওরফে মিঠু (৬৫)।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকটি মামলার একাধিক আসামি জানান, নাম বাদ দিতে বাদী মোটা অঙ্কের টাকা দাবি করছেন। কেউ কেউ টাকা নিয়ে আদালতে গিয়ে আসামিপক্ষে অ্যাফিডেভিট করে দিচ্ছেন। এজাহারে নাম না থাকলেও পুলিশ আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, জেলা-উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের সব পর্যায়ের নেতারাই এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছেন। সূত্রমতে এদের বেশিরভাগই দেশের ভেতরে থাকলেও প্রকাশ্যে আসছে না কেউ।
বগুড়ার আলোচিত সাত এমপির মধ্যে সদর আসনের এমপি রাগেবুল আহসান রিপুকে র্যাব গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। এ ছাড়া বর্তমানে আত্মগোপনে আছেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-২ আসনে জাপার এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, বগুড়া-৪ আসনে জাসদের এমপি রেজাউল করিম তানসেন, বগুড়া-৫ আসনের এমপি মজিবর রহমান মজনু এবং বগুড়া-৭ আসনের এমপি ডা. মোস্তফা আলম নান্নু।
এসব ঢালাও মামলা প্রসঙ্গে বগুড়া জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো কালবেলাকে বলেন, মিথ্যা ও ভুয়া অভিযোগে এসব মামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক মাঠ থেকে দূরে সরিয়ে রাখতেই এসব গায়েবি মামলা। তাছাড়া এসব মামলা দায়ের হলেও আদালত কোনো জামিন দিচ্ছে না। গ্রেপ্তার ব্যক্তিরা মাসের পর মাস বিনা বিচারে কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছে। তিনি বলেন, খুব শিগগিরই আওয়ামী লীগ মাঠে ফিরবে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, জুলাই-আগস্টের মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এখন পর্যন্ত এই থানায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মেনে জুলাই-আগস্টের মামলাগুলো তদন্ত করা হচ্ছে। ঢালাও গ্রেপ্তার অভিযান না চালিয়ে যাচাই-বাছাই করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে।
মন্তব্য করুন