পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটের নৌপথের ফেরি চলাচল বন্ধ। মাঝ পদ্মায় তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে রয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলের নৌপথ অস্পষ্ট হয়ে গেলে ঘাট কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ঘাট এলাকায় কুয়াশা পড়তে থাকে। রাত যত বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব তত বেড়ে যায়।
বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির চৌধুরী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে বনলতা, বিএস জাহাঙ্গীর ও বাইগার নামে তিনটি ফেরি যাত্রীসহ যানবাহন নিয়ে আটকে রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরিগুলো পারে নিয়ে আসা হবে। ফেরিতে আটকা পড়া যাত্রীদের খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন