নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

ভাঙচুরকৃত নির্মাণাধীন দোকান। ছবি : কালবেলা
ভাঙচুরকৃত নির্মাণাধীন দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীতে মাদ্রাসা পরিচালকের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল উপজেলার জমিদারহাট বাজার থেকে একজনকে আটক করেছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে নির্মাণাধীন দোকান ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম জোবায়ের হোসেন নাঈম (২৪)। তিনি স্থানীয় নন্দনপুর গ্রামের ওমর ফারুক মিলনের ছেলে।

ভুক্তভোগী হাজী রহমত উল্যাহ নূরানী তালিমূল কোরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারি আতিক উল্যাহ অভিযোগ করে বলেন, স্থানীয় জমিদার হাট বাজারের পশ্চিম পাশে রাইস মিল সংলগ্ন আমার কেনা ৪০ বছরের দখলীয় সম্পত্তিতে সম্প্রতি দোকানঘর নির্মাণের কাজ শুরু করি। গত ৫ জানুয়ারি সকালে স্থানীয় এওজবালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন, ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটন, বিএনপি কর্মী আবদুল গনি বাবু, ওমর ফারুক মিলন, নাছির আহমেদ ও ছাত্রদল কর্মী জোবায়ের হোসেন নাঈমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার নির্মাণাধীন দোকানঘরে প্রবেশ করে। এ সময় তারা আমার নির্মাণ কাজে বাধা দিয়ে আমার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

ক্বারি আতিক উল্যাহ আরও বলেন, আমি সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার সম্পত্তিতে কাজ করতে দেবে না বলে হুমকি দিয়ে চলে যায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পুনরায় আমার কাজ বন্ধ করে দেয় এবং আমিসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এর জেরে সোমবার রাত ১টার দিকে উল্লেখিত সন্ত্রাসীদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমার নির্মাণাধীন দোকানঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা দোকান নির্মাণের সামগ্রী লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, সকালে আমি বিষয়টি সুধারাম থানা পুলিশ ও নোয়াখালী সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী ও সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ছাত্রদল কর্মী জোবায়ের হোসেন নাঈমকে আটক করে।

অভিযোগের বিষয়ে জানতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহিন উদ্দিন ও ওয়ার্ড যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন লিটনের মুঠোফোনে কল করলে সংযোগ না পাওয়ায় তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে জোবায়ের হোসেন নাঈম নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

যুদ্ধাপরাধের অভিযোগে অন্য দেশের পুলিশ প্রধানকে গ্রেপ্তার ঘিরে নাটকীয়তা

স্যামসাংয়ে ইন্টার্নশিপের সুযোগ, ১ বছরে আবেদন 

চুরির মামলায় যুবলীগ কর্মী রাজু গ্রেপ্তার

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ছাত্র-জনতার আন্দোলন / বগুড়ায় ৬১ মামলার তদন্তে গতি নেই,  ৫ মাসে গ্রেপ্তার তিন শতাধিক

দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা

বাদামি চোখের কে এই ভাইরাল তরুণী?

১০

কমে যাচ্ছে পৃথিবীর গতি, অবাক বিজ্ঞানীরা

১১

দিনাজপুরে সীমান্ত থেকে কোটি টাকার সোনা জব্দ

১২

তেঁতুলিয়ায় ঘন কুয়াশায় বেড়েছে শীত

১৩

২২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে কী ঘটেছিল?

১৪

ঘন কুয়াশায় পাটুরিয়া-আরিচা ফেরি চলাচল বন্ধ

১৫

বগুড়ায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

১৬

বুধবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

১৭

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

খালেদা জিয়ার চিকিৎসা / ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবেই থাকছে দ্য লন্ডন ক্লিনিক

১৯

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুরের অভিযোগ

২০
X