খুলনায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনার জোড়াগেট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্কশপে অভিযান চালায় দুদক।
এ সময় প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেরই অনিয়ম দেখতে পান দুদক কর্মকর্তারা। যার মধ্যে মানহীন ও নিম্নমানের পুরাতন সরঞ্জাম ব্যবহার, কাজ শেষ হবার আগে ঠিকাদারকে বিল প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওয়ার্কশপের ভেতরের পরিত্যক্ত গোডাউনের ইট প্রকল্পের কাজে ব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে স্ক্রাব মালামাল কালো বাজারে বিক্রির প্রস্তুতির প্রমাণ পেয়েছে দুদক।
দুদকের খুলনার উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ কালবেলাকে বলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্টের একটি কাজ ছিল ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার। যার মধ্যে ৭টি আইটেম রয়েছে। ৫টি মেরামত কাজ যা স্বল্প মূল্যের এবং দুটি মেকানিক্যাল কাজ যা ২৬ থেকে ২৭ লাখ টাকা হবে। আমরা সরেজমিনে বিশেষজ্ঞ দিয়ে তদন্ত করে দেখেছি। মেকানিক্যাল যে দুটি কাজ রয়েছে যার মূল্য ২৬ থেকে ২৭ লাখ টাকা। এর কোনো কাজ পাওয়া যায়নি। বাকি মেরামতের ৫টি কাজের মধ্যেও রয়েছে ব্যাপক অনিয়মের চিত্র।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন