কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়া সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিকেলে বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলা করছিল শিশু মিফতাহুল মাওয়া। বালু নিয়ে খেলা করায় তাকে পুকুরে ফেলে দেন শিক্ষক শাহজাহান। এদিন সন্ধ্যার পর ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সমালোচনার ঝড় ওঠে সারা দেশে।
ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়ার মা শামসুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন।
আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি আরব প্রবাসী নজির আহমেদের মেয়ে।
মন্তব্য করুন