টাঙ্গাইলে সমন্বয়ক শেখ ফরাশের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাশ বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসেছিলাম। এ সময় হঠাৎ করে ৫-৭টি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে।
তিনি বলেন, পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।
তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা করা হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ কালবেলাকে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন