সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপির কমিটি ঘিরে উত্তেজনা

শ্যামনগরে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি : কালবেলা
শ্যামনগরে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কমিটি গঠন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১৯ জুলাই) সাতক্ষীরা জেলা বিএনপির নেতারা শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করলে রাত থেকে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ‘অযোগ্য কমিটি, মানি না, মানি না’, ‘ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’সহ নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ও জেলা বিএনপির সদস্য অ্যাড. আশিক-ই-এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা জহুরুল হক আপ্পু, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজাদুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা গাজী শাহ আলম, আজিজুর রহমান আজিবর, যুবদল নেতা হাফিজ আল কল্লোল, শেখ নাজমুল হক, শেখ আলম, আবু হোসেন, খান আব্দুস সবুর প্রমুখ।

বক্তারা এ সময় নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে মর্মে অভিযোগ করে বলেন, আমরা ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। তখন আমরা দলের পাশে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। অথচ, এই কমিটিতে এমন অনেককেই রাখা হয়েছে, যারা গত ১৭ বছরে আমাদের পাশে ছিল না এবং আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না।

তারা আরও বলেন, যারা দলের সংকটের সময় একবারের জন্যও মাঠে আসেনি, তাদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির আন্দোলনে অংশ নিতে গিয়ে আমরা মামলা-হামলার শিকার হয়েছি। আমাদের অনেক নেতাকর্মী এখনো বিভিন্ন মামলায় হাজিরা দিচ্ছে। অথচ, এসব ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটি মানি না। এটি বাতিল করতে হবে। দলীয় হাইকমান্ডের কাছে স্মারকলিপি পেশ করা হবে। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এর আগে সোমবার সকালে এক পক্ষের হামলায় নবগঠিত পৌর কমিটির শামসুদ্দোহা টুটুল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং হাফিজুর রহমানসহ অন্তত ৮ থেকে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাত ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মো. আব্দুল আলিম স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা বিএনপি ও শ্যামনগর পৌর বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি অনুমোদনের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। ত্যাগী নেতাদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীর চিকিৎসা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

রশি নিয়ে সোহেলের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনায় থাকতে পারে যেসব বিষয়

শহীদ জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে : লায়ন ফারুক

স্পর্শকাতর ভিডিও বানিয়ে ব্লাকমেইল, স্কুলছাত্রী গ্রেপ্তার

‘আগস্ট বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি’

চার সপ্তাহ প্রস্তুতি চান ক্যাবরেরা

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

ঢাকায় ‘ব্লেড বাবু’-কে কুপিয়ে হত্যা

১০

‘জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে’

১১

‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে’

১২

আদালতে টিস্যু পেপারে কাকে চিঠি লিখলেন দীপু মনি?

১৩

সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূমের মহাসম্মেলন আগামীকাল

১৪

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

১৫

জেবিএবির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

১৬

কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

১৭

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে নীলগাই, অতঃপর...

১৮

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জনপ্রিয় গায়ককে যে শাস্তি দিল ইরান

১৯

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

২০
X