বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, নির্বাচনের পরিস্থিতি বিরাজমান আছে। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকা উচিত না। সে কারণে নির্বাচিত সরকার খুব জরুরি।
সোমবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল নগরের নবগ্রাম রোড চৌমাথা এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, একটি রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার সংস্কার না করলে সেই সংস্কারের প্রতি জনগণের সমর্থন থাকে না। জনগণের সমর্থিত সরকারই সব সংস্কার করতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের উচিত একটি নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন সেটুকু করে নির্বাচন দেওয়া।
তিনি বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, জিয়াউর রহমানের গণতন্ত্র প্রেম, জিয়াউর রহমানের সততা ও জিয়াউর রহমানের সাহসিকতার কাছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বারবার পরাজিত হয়েছেন। যেখানে নেতা এবং শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছেন, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন।
মন্তব্য করুন