নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির ওপর হামলায় চোরাকারবারি দলের প্রধান গ্রেপ্তার

বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা
বিজিবির ওপর হামলায় গ্রেপ্তার আহাদুল্লাহ। ছবি : ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকায় বিজিবির ওপর হামলার ঘটনায় চোরাকারবারি দলের প্রধান আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চোরাচালান বন্ধে সম্প্রতি মাঠে নামে বিজিবি। এরই অংশ হিসেবে গত ৫ জানুয়ারি রাতে পানিহাতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২টি ভারতীয় গরু, ১০ জানুয়ারি রাতে পানিহাতা তালতলার মাঠ থেকে প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য এবং সবশেষ ১০ জানুয়ারি রাতে পানিহাতা চায়না মোড় এলাকার একটি মাঠ থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

এ নিয়ে চোরাকারবারি দলের সদস্যরা বিজিবির ওপর ক্ষিপ্ত হয়। পাশাপাশি চোরাকারবারি দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এ দ্বন্দ্বের জেরে গত ১২ জানুয়ারি দুপুরে পানিহাতা চায়না মোড়ে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় সীমান্তে কড়াকড়ি করে রামচন্দ্রকুড়া বিজিবি। রাত গভীর হওয়ার আগেই পানিহাতা এলাকার সব দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়ে টহল জোরদার করা হয়।

এদিকে রাত দশটার দিকে পানিহাতা মসজিদ মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জুব্বারসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চলে যেতে নির্দেশনা দেন এবং লাঠি চার্জ করেন। এতে স্থানীয়রাসহ চোরাচালানে জড়িতদের স্বজনরা বিজিবির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাচালানকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

পরে রামচন্দ্রকুড়া ক্যাম্প থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে আক্রমণকারীদের ধরতে রাতেই ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে বিজিবির ওপর হামলার ঘটনায় পানিহাতা গ্রামের সামাদুল ইসলাম (৩৮), একই গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও আব্দুল হাইকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে এবং হামলার ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করে বিজিবি। পরবর্তীতে আজ বিকেল সাড়ে চারটার দিকে পানিহাতা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে আহাদুল্লাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা কালবেলাকে ব‌লেন, বিজিবির ওপর হামলার ঘটনার মামলায় আজ ‌বি‌কে‌লে একজনকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালেবান প্রশাসনের সঙ্গে হাত মেলাতে চেষ্টা করছে দিল্লি!

ঘাট ইজারা নিয়ে সংঘর্ষ, মৎস্য দল নেতা আহত

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবীর চিকিৎসা

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

রশি নিয়ে সোহেলের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনায় থাকতে পারে যেসব বিষয়

শহীদ জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে : লায়ন ফারুক

স্পর্শকাতর ভিডিও বানিয়ে ব্লাকমেইল, স্কুলছাত্রী গ্রেপ্তার

‘আগস্ট বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি’

১০

চার সপ্তাহ প্রস্তুতি চান ক্যাবরেরা

১১

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

১২

ঢাকায় ‘ব্লেড বাবু’-কে কুপিয়ে হত্যা

১৩

‘জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে’

১৪

‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে’

১৫

আদালতে টিস্যু পেপারে কাকে চিঠি লিখলেন দীপু মনি?

১৬

সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূমের মহাসম্মেলন আগামীকাল

১৭

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা

১৮

জেবিএবির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

১৯

কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

২০
X