জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পরলোকগমন করেছেন। তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় জয়পুরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২০ জানুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে শহরের আরাফাত নগরের নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
দুপুর ১২টার দিকে তার মরদেহ জয়পুরহাট আইনজীবী সমিতি ভবনে নেওয়া হলে সেখানে আইনজীবীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার মরদেহ খঞ্জনপুর মহাশ্মশানে নিয়ে দুপুর ২টার দিকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের এজলাসে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট রেফারেন্সে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান। প্রয়াত অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।
মন্তব্য করুন